২৪ ঘন্টায় বিমানবন্দর থেকে সাত যাত্রী হাসপাতালে

গত ২৪ ঘণ্টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাত যাত্রীকে হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের শরীরে তাপমাত্রা বেশি হওয়ায় হাসাপতালে পাঠানো হয় বলে জানিয়েছেন বিমানবন্দরের পরিচালক তৌহিদ-উল-আহসান।

বৃহস্পতিবার (১৯ মার্চ) দুপুরে তিনি বলেন, ‘এসব যাত্রী দুবাই, সিঙ্গাপুর, মালয়েশিয়া ও কুয়েত থেকে ফিরেছেন। হাসপাতালে তাদেরকে ১৪ দিন কোয়ারেন্টাইনে রাখা হবে।’

এদিকে  কাতার এয়ারওয়েজ ও টার্কিশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইটে করে ইউরোপ থেকে দেশে ফিরেছেন সাত জন যাত্রী। এরমধ্যে তিন জন সুইডেন এবং চার জন স্লোভেনিয়া থেকে এসেছেন। ইউরোপ থেকে যাত্রী আসার ওপরে নিষেধাজ্ঞার কারণে প্রথমে দেশে প্রবেশে তাদের বাধা দেওয়া হয়। পরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে দেশে প্রবেশ করেন তারা।

বিমানবন্দরের পরিচালক তৌহিদ-উল-আহসান বলেন, ‘এই সাত জনকে স্বাস্থ্য অধিদফতরের মাধ্যমে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করার জন্য নেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *