২৫ হাজার পরিবারকে এলজিআরডি মন্ত্রীর সহায়তা

করোনা পরিস্থিতির কারণে সংকটে পড়া প্রায় ২৫ হাজার পরিবারকে সহায়ত করছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় (এলজিআরডি) মন্ত্রী তাজুল ইসলাম।

মন্ত্রীর সার্বিক ব্যবস্থাপনায় তার নির্বাচনি এলাকা লাকসাম-মনোহরগঞ্জ উপজেলার প্রায় ২৫ হাজার পরিবার এই ত্রাণ সহায়তা পাচ্ছেন। সংশ্লিষ্ট স্থানীয় উপজেলা পরিষদের মাধ্যমে জনপ্রতিনিধি ও দলীয় নেতাকর্মীরা স্ব স্ব এলাকায় অসহায়  ও দরিদ্র মানুষের  ঘরে ঘরে এ ত্রাণ পৌঁছে দিচ্ছেন।

লাকসাম উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহব্বত আলী জানান, এলজিআরডি মন্ত্রীর নির্দেশে প্রতি পরিবারের জন্য ১০ কেজি চাল, চার কেজি করে আটা, আলু, দেড় কেজি করে মসুর ডাল, পেঁয়াজ, এক কেজি করে সোয়াবিন তেল ও সাবান দেওয়া হচ্ছে।

মনোহরগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা সোহেল রানা জানান, ‘করোনাভাইরাস সংক্রমণে সংকটে পড়া দিনমজুর, অসহায় ও দরিদ্রদের জন্য এলজিআরডি মন্ত্রীর বরাদ্দকৃত ত্রাণ ঘরে ঘরে পৌঁছে দিচ্ছি। এই সহায়তা থেকে কোনও অসহায় ও দরিদ্র পরিবার বাদ যাবে না। ক্রমান্বয়ে সহায়তা সামগ্রীর পরিমাণ বাড়ানো হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *