উড়োজাহাজ থেকে পাইলটের বার্তা ‘ঘরে থাকুন’

করোনা ভাইরাস মহামারির প্রকোপ কমিয়ে আনতে যারপরনাই চেষ্টা চালাচ্ছে গোটা বিশ্ব। এর মধ্যে একজন পাইলট অস্ট্রিয়ার আকাশপথে থাকাকালে ডিজিটাল পন্থায় লোকজনকে ঘরের বাইরে বের না হওয়ার বার্তা ছড়িয়ে দিলেন।

সুইডিশ ইন্টারনেটভিত্তিক সেবা ফ্লাইট রাডার টোয়েন্টিফোর জানিয়েছে, আকাশপথের মানচিত্রে খোদাইকৃত স্কেচের মতো করে পাইলট লিখেছেন, ‘স্টে হোম’ (ঘরে থাকুন)। তবে তার নাম জানা যায়নি।

গত ১৬ মার্চ ভিয়েনার ৫০ মাইল দক্ষিণে পিনা নয়েস্টাডের একটি বিমানবন্দর থেকে উড্ডয়নের পর বার্তাটি লেখেন পাইলট। তার ফ্লাইটের ব্যাপ্তি ছিল ২৪ মিনিট।

অস্ট্রিয়ায় বৃহস্পতিবার সকাল পর্যন্ত ১ হাজার ৮৪৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। বিশ্বব্যাপী প্রায় দশ হাজার মানুষের মৃত্যু হওয়ায় জীবাণুটির বিস্তার রোধের আশায় বিশ্বজুড়ে লকডাউন চলছে। বাংলাদেশসহ অনেক দেশ বিমান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছে। কিছু দেশে ভ্রমণে বিধিনিষেধ থাকায় বিমান সংস্থাগুলো কার্যক্রম কমিয়ে আনতে বাধ্য হয়েছে।

সূত্র: সিএনএন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *