এবার শ্রীলঙ্কার ভিসাও বন্ধ

এবার বাংলাদেশিসহ সবার জন্য ভিসা স্থগিত করলো শ্রীলঙ্কা। করোনা আতঙ্কে এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আর কাউকে ভিসা দেওয়া হবে না বলে জানানো হয়েছে।

শ্রীলঙ্কায় নিয়োজিত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ এই তথ্য নিশ্চিত করেন।

রাষ্ট্রদূত জানান, বুধবার শ্রীলঙ্কা সরকার এই সিদ্ধান্ত নিয়েছে। আজ বৃহস্পতিবার তা সবাইকে জানিয়ে দেওয়া হচ্ছে।

এর আগে গতকাল বুধবার সব ধরনের পর্যটক ভিসা স্থগিত করে প্রতিবেশী দেশ ভারত। করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে আগামী ১৫ এপ্রিল পর্যন্ত কূটনৈতিক, জাতিসংঘ বা আন্তর্জাতিক সংস্থা, চাকরি ও প্রজেক্ট ভিসা বাদে বিদ্যমান সব ধরনের ভিসা স্থগিত করেছে দেশটির সরকার।

এছাড়া করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগী পাওয়ার পর মালদ্বীপের সিভিল এভিয়েশন বাংলাদেশ থেকে যাত্রী পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করেছে। আগামী ২৪ মার্চ পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি থাকবে বলে জানিয়েছে সে দেশে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন।

উল্লেখ্য, এখন পর্যন্ত বিশ্বের ১১৯টি দেশ ও অঞ্চলে করোনা ছড়িয়ে পড়েছে। আক্রান্ত হয়েছে এক লাখ ২৬ হাজারের বেশি। এই ভাইরাসের প্রাণ হারিয়েছে চার হাজারের বেশি মানুষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *