করোনা: সম্ভাবনাময় ভ্যাক্সিন তৈরি করলো রাশিয়া

রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গ রিসার্চ ইনস্টিটিউট অব ভ্যাক্সিন্স জানিয়েছে, তাদের আবিষ্কার করা করোনা ভাইরাসের প্রতিষেধক সম্ভাবনায় ভ্যাক্সিনের তালিকায় রেখেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

মঙ্গলবার (০৭ এপ্রিল) রাশিয়ান সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

এটিই ডব্লিউএইচওর করোনা ভাইরাসের প্রতিষেধকের তালিকায় একমাত্র রাশিয়ান ভ্যাক্সিন

সার্স-কোভ-২ এর একটি প্রোটিনের সাহায্যে ভ্যাক্সিনটি তৈরি করেছে রাশিয়ার ফেডারেল মেডিক্যাল বায়োলজিক্যাল এজেন্সির সেইন্ট পিটার্সবার্গ রিসার্চ ইনস্টিটিউট অব ভ্যাক্সিন্স অ্যান্ড সেরা।

প্রাণীর ওপর পরীক্ষা করে দেখা গেছে করোনা ভাইরাসের বিরুদ্ধে বিশেষ এক ধরনের রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি করে এ ভ্যাক্সিন। এর আগেও এ পদ্ধতিতে বিভিন্ন প্রতিষেধক তৈরি করা হয়েছে।

এতে সার্স-কোভ-২ এর বিরুদ্ধে নিরাপদ ও কার্যকর একটি প্রতিষেধক তৈরির সম্ভাবনা তৈরি হলো বলে জানায় সংস্থাটি। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যাপকভাবে এটি উৎপাদনের ব্যবস্থা করা। উৎপাদন সুবিধা বাড়ানোর চেষ্টা চলছে বলেও জানায় তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *