করোনা: ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে ১২০০ জনের মৃত্যু

ইউরোপের দেশগুলোর পর প্রাণঘাতী করোনা দিন দিন মার্কিন যুক্তরাষ্ট্রে ভয়ঙ্কর থেকে ভয়ঙ্কর হয়ে উঠতে শুরু করেছে। এ ভাইরাসের কবলে প্রতিদিনই সেখানে হাজারও মানুষের মৃত্যু হচ্ছে। শেষ খবর পর্যন্ত, ২৪ ঘণ্টার ব্যবধানে দেশটিতে নতুন করে ১ হাজার ২০০ করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে।

স্থানীয় সময় রোববার (৫ এপ্রিল) রাত সাড়ে ৮টায় মার্কিন বিশ্ববিদ্যালয় ও গবেষণা সংস্থা জনস হপকিন্স এ তথ্য জানায়। সোমবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য পাওয়া যায়।

জনস হপকিন্স জানায়, যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত ৩ লাখ ৩৭ হাজার ৭২ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে। এ ভাইরাসে এখন পর্যন্ত দেশটিতে মৃতের সংখ্যা ৯ হাজার ৬৩৩।

নিউ ইয়র্ক অঙ্গরাজ্য ছাড়াও বর্তমানে লুইজিয়ানা করোনা ভাইরাস সংক্রমণের অন্যতম নতুন কেন্দ্র হয়ে উঠেছে। ২৪ ঘণ্টায় সেখানে প্রায় ৫শ’ জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত শনাক্ত হয়েছে ১৩ হাজারেরও বেশি। বৃহস্পতিবারের মধ্যে এ অঙ্গরাজ্য ভেন্টিলেটর সঙ্কটে পড়তে পারে বলে আশঙ্কা জানিয়েছেন গভর্নর।

এছাড়া পেনসিলভেনিয়া, কলোরাডো অঙ্গরাজ্য ও ওয়াশিংটন ডিসি শহরেও করোনায় মৃত্যুর সংখ্যা বাড়ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *