মিয়ানমারের রাখাইন রাজ্যে গোলাবর্ষণের ঘটনায় ৮ জন প্রাণ হারিয়েছে। সোমবারের ওই হামলার খবর দিয়েছে স্থানীয় দুই কর্মকর্তা ও এক স্থানীয় বাসিন্দা। তবে সেনাবাহিনী বলছে, তাদের কাছে গোলাগুলির কোনও খবর নাই।
রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। তবে গোলাবর্ষণের ঘটনা নিয়ে নিজেরা অনুসন্ধান চালাতে সমর্থ হয়নি ওই ব্রিটিশ বার্তা সংস্থা।
উত্তরাঞ্চলীয় রাখাইনে এর আগেও বহুবার সেনাবাহিনীর সঙ্গে বিদ্রোহীদের সংঘর্ষ হয়েছে। সেনা মুখপাত্র জেনারেল টুন টুন নি রয়টার্সকে বলেন, রাখাইনের উত্তরাঞ্চলে সংঘর্ষ চলছে তবে কোনো গ্রামে গোলাবর্ষণ হয়নি।
পোনাগিয়ানের কিয়াক সেইক গ্রামে গোলাবর্ষণের বিষয়ে কোনও তথ্য জানাতে অপারগতা প্রকাশ করেছেন এক সরকারি মুখপাত্র।