সহিংসতার আগেই দিল্লি পুলিশকে সতর্কবার্তা পাঠায় গোয়েন্দারা

সংশোধিত নাগরিকত্ব আইনকে (সিএএ) কেন্দ্র করে দিল্লিতে চলমান সংঘর্ষের শুরুতেই এ বিষয়ে দিল্লির পুলিশকে সতর্ক করেছিল গোয়েন্দারা। সহিংসতার সম্ভাবনার পরিপ্রেক্ষিতে দিল্লির পুলিশকে নিরাপত্তা ব্যবস্থা জোরদারের জন্য মোট ছয়বারের মতো সতর্কবার্তা পাঠানো হয়।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যমে এমন তথ্যই প্রকাশ করা হয়।

খবরে বলা হয়, ভারতীয় স্পেশাল ব্রাঞ্চ ও গোয়েন্দা বিভাগ বেতারবার্তার মাধ্যমে উত্তর-পূর্ব দিল্লি প্রশাসন ও পুলিশকে সতর্কবার্তা পাঠায়।

সহিংসতার আগেরদিন রোববার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে সিএএ’র সমর্থনে স্থানীয় বিজেপি নেতা কপিল মিশ্রের টুইট করার পরপরই পুলিশকে সতর্ক করে বার্তা পাঠায় গোয়েন্দারা। পাশাপাশি পরিস্থিতির মোকাবিলায় অতিরিক্ত বাহিনী মোতায়েনের জন্য দিল্লি পুলিশকে বার্তা দেওয়া হয়।

এর আগে রোববার দিল্লির জাফরাবাদ থেকে সিএএ বিরোধী বিক্ষোভকারীদের সরিয়ে নেওয়ার জন্য আলটিমেটাম দেন কপিল মিশ্র। এর পরপরই সংঘর্ষ ছড়িয়ে পড়ে দিল্লিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *