ঘুষের টাকাসহ কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতরের এক শ্রম পরিদর্শককে আটক করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় অবস্থিত অধিদফতরের উপ-মহাপরিদর্শকের কার্যালয় থেকে তাকে আটক করা হয়। দুদক চট্টগ্রাম জেলা সমন্বিত কার্যালয়-১ এর উপ-পরিচালক লুৎফুল কবির চন্দন এ তথ্য জানিয়েছেন। আটক ওই শ্রম পরিদর্শকের নাম পলাশ কুমার দাস।
লুৎফুল কবির চন্দন বলেন, পলাশ কুমার দাস শিল্প প্রতিষ্ঠান লাইসেন্স দেওয়ার জন্য এক বেকারি মালিকের কাছ থেকে ঘুষ চান। ওই বেকারি মালিক দুদক অফিসে অভিযোগ দেন। বৃহস্পতিবার দুপুরে ঘুষের টাকা দেওয়ার সময় পলাশকে আমরা আটক করি। তার বিরুদ্ধে দণ্ডবিধির ১৬১ ধারা ও ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।