মেয়র নাছিরের কাছে জেএসসির ফল হস্তান্তর

চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) পরিচালিত বিদ্যালয়গুলোর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষার ফল মেয়র আ জ ম নাছির উদ্দীনের হাতে হস্তান্তর করা হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) চসিক সম্মেলন কক্ষে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কর্মকর্তারা ফল হস্তান্তর করেন।

এ সময় চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সামসুদ্দোহা, প্রধান শিক্ষা কর্মকর্তা সুমন বড়ুয়া, সচিব আবু শাহেদ চৌধুরী, চট্টগ্রাম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের উপসচিব মো. বেলাল হোসেন, উপবিদ্যালয় পরিদর্শক মো. আবুল বাসার, সহকারী সচিব সম্পাতা তালুকদার প্রমুখ উপস্থিত ছিলেন।

এবার চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার ৮২ দশমিক ৯৩ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৪১ জন শিক্ষার্থী। ১ হাজার ২৭৪টি বিদ্যালয়ের ২ লাখ ৮ হাজার ৯৬২ জন শিক্ষার্থী জেএসসি পরীক্ষায় অংশ নেয়ার কথা ছিলো। তবে পরীক্ষায় অংশ নেয় ২ লাখ ৫ হাজার ৮৭১ জন। এরমধ্যে পাস করেছে ১ লাখ ৭০ হাজার ৭৩৪ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *