রাউজান পৌর যুবদলের সাধারণ সম্পাদকসহ গ্রেফতার ৩

চট্টগ্রাম: নগরের বিভিন্ন স্থানে পৃথক অভিযান চালিয়ে ককটেল বিস্ফোরণ ও গাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় নাশকতা মামলার আসামি রাউজান পৌরসভা যুবদলের সাধারণ সম্পাদক মো. শাহজাহান শাকিলসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

গ্রেফতাররা হলো, রাউজান থানার বেরুলিয়া এলাকার আব্দুল মান্নানের ছেলে শাহজাহান শাকিল (৪২), ব্রাক্ষণবাড়িয়া জেলার নাসিরনগর থানার সোনাতলা এলাকার আব্দুল হকের ছেলে মো. তারেক (২৪) ও রাঙ্গুনিয়া থানার পূর্ব পাহাড় এলাকার নুরুল আলমের ছেলে মো.নুরুল আবছার (৩৮)।

নুরুল আবছার রাঙ্গুনিয়া থানার বেতাগী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক।
র‌্যাব-৭ এর সহকারী পরিচালক মো.নূরুল আবছার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাত সাড়ে দশটার দিকে রাউজান থানায় নাশকতা মামলার পলাতক আসামি বায়োজিদ বোস্তামী থানার চালিতাতলী এলাকায় অভিযান চালিয়ে শাহজাহান শাকিলকে গ্রেফতার করা হয়।

এছাড়াও গোপন সংবাদের ভিত্তিতে নগরের পাঁচলাইশ থানার মোহাম্মদপুর এলাকায় সোমবার রাত পৌনে আটটার দিকে অভিযান চালিয়ে মো.তারেক ও মো. নুরুল আবছারকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতার শাহজাহান শাকিলের বিরুদ্ধে রাউজান থানায় অস্ত্র ও ডাকাতি সংক্রান্তে ২টি মামলা ও মো. তারেকের বিরুদ্ধে চট্টগ্রাম পাঁচলাইশ থানায় মাদক এবং নাশকতা সংক্রান্তে ২টি মামলার তথ্য পাওয়া যায়।

পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *