শবে বরাতে মুসল্লিদের বাড়িতে ইবাদতের অনুরোধ সিএমপির

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে পবিত্র শবে বরাতে মুসল্লিদের বাসা-বাড়িতে বসে ইবাদত করার জন্য অনুরোধ করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)।

শবে বরাতের রাতে মসজিদ, মাজার, কবরস্থান ভিড় না করতে এবং মিলাদ মাহফিল আয়োজন না করতেও অনুরোধ জানানো হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এমন অনুরোধ করে সিএমপি।

বিজ্ঞপ্তিতে বলা হয়, যেহেতু একসঙ্গে অধিক লোকসমাগমের মাধ্যমে প্রাণঘাতী এই করোনা ভাইরাসের সংক্রমণ দ্রুত বৃদ্ধি পায় সেজন্য বিজ্ঞ আলেমরা মসজিদ বা অন্য কোন ধর্মীয় স্থানে মুসল্লিগণকে জমায়েত হয়ে ইবাদত করার বিষয়ে  নিরুৎসাহিত করছেন।

ধর্ম মন্ত্রণালয় ও ইসলামী ফাউন্ডেশন মসজিদে নিয়মিত নামাজের সময় ইমাম, মোয়াজ্জিন, খাদেমসহ  ৫ জন এবং জুমার নামাজের সময় সর্বোচ্চ ১০ জন মিলে নামাজ আদায়ের নির্দেশনা দিয়েছে।

সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (গণসংযোগ) আবু বকর সিদ্দিক বলেন, করোনা ভাইরাসের কারনে শবে বরাতের রাতে মুসল্লিদের মসজিদে জমায়েত না হওয়ার জন্য অনুরোধ করছি। মুসল্লিরা যে যার অবস্থানে থেকে ইবাদত করতে পারেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *