সরকারি কাঠ জব্দ, আটক ৩

বাঁশখালী উপজেলার শেখেরখীল এলাকায় একটি স-মিলে অভিযান চালিয়ে সরকারি বন থেকে চুরি করে মজুদ ৪৫৩ ঘনফুট কাঠ জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

সরকারি বন থেকে গাছ থেকে এসব কাঠ পাচারের সঙ্গে জড়িত তিনজনকে আটক করেছে র‌্যাব সদস্যরা।

রোববার (২২ ডিসেম্বর) সকালে এসব কাঠ জব্দ করে তিনজনকে আটক করা হয়।

আটক তিনজন হলো- বাঁশখালীর পূর্ব চাম্বল এলাকার কালু মিয়ার ছেলে সাবের আহমেদ (৫০), আবুল হাসেমের ছেলে মো. ফিরোজুল ইসলাম (৩৮) ও আলতাফ মিয়ার ছেলে আলী আহমদ (৩৫)।

র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার কাজী মোহাম্মদ তারেক আজিজ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বাঁশখালী শেখেরখীলে একটি স-মিলে অভিযান চালিয়ে সরকারি বন থেকে চুরি করে মজুদ করা ৪৫৩ ঘটফুট কাঠ জব্দ করা হয়েছে। কাঠ পাচারের সঙ্গে জড়িত তিনজনকে আটক করা হয়েছে। এসব কাঠের মধ্যে রয়েছে সেগুন ও গর্জন গাছের কাঠ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *