হাটহাজারীতে অস্ত্রসহ চার সন্ত্রাসী গ্রেফতার

হাটহাজারী উপজেলার সন্দ্বীপ কলোনী এলাকায় অভিযান চালিয়ে বিপুল অস্ত্র, গুলি ও দেশিয় অস্ত্রসহ ৫০টির অধিক মামলার আসামি মো. সুমন (৩৬) ও তার তিন সহযোগীকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) দুপুরে সন্দ্বীপ কলোনী এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় বলে জানান র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মো. মাহমুদুল হাসান মামুন।

উদ্ধারকৃত অস্ত্র

তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তলসহ ছয়টি অস্ত্র, ১৪ রাউন্ড গুলি, তিনটি ছুরি, দুইটি কিরিচ ও বেশ কিছু দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

গ্রেফতার মো. সুমন হাটহাজারী উপজেলার ফরহাদাবাদ এলাকার মুজিবুল হকের ছেলে। গ্রেফতার অপর তিনজন হলো- হাটহাজারী উপজেলার মির্জাপুর এলাকার নোয়া মিয়ার ছেলে মো. আসাদুল্লাহ (২৬), একই এলাকার মো. আবদুল মান্নানের ছেলে মো. আরিফ (২০) ও রফিকুল ইসলামের ছেলে মো. জাহেদ (২০)।

এদের মধ্যে মো. সুমন একজন চিহ্নিত ভূমিদস্যু, চাঁদাবাজ, অস্ত্র ও ইয়াবা ব্যবসায়ী। সুমনের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে বিভিন্ন থানায় ৫০টির অধিক মামলা রয়েছে বলে জানান র‌্যাব-৭ এর অপারেশন অফিসার এএসপি মো. মাশকুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *