টাঙ্গাইলের বাসাইলে শ্বশুড়বাড়িতে বেড়াতে আসা এবং ঘোরাফেরা করায় জামাইকে ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একইসঙ্গে বাসাইল পৌরসভার পশ্চিমপাড়ার তার শ্বশুরবাড়ি লকডাউন করা হয়েছে।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে এলাহী এ নির্দেশনা দেন।
জানা যায়, শুক্রবার (১০ এপ্রিল) ওই ব্যক্তি তার কর্মস্থল ঢাকা থেকে শ্বশুরবাড়িতে বেড়াতে আসেন। পরদিনই নাহিদ তার গ্রামের বাড়ি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ঘুনাইপাড়ায় যান। সেখান থেকে কর্মস্থল ঢাকা যান এবং আবার টাঙ্গাইলে আসেন। এজন্য স্থানীয়রা তাকে বাধা দিলে তাদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরে স্থানীয়রা ক্ষিপ্ত হয়ে বিষয়টি উপজেলা প্রশাসনকে জানায়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে এলাহী বলেন, ‘ওই ব্যক্তি সরকারি নির্দেশনা অমান্য করে ঘোরাফেরা করছিলেন। এজন্য তাকে জরিমানা ও তার শ্বশুরবাড়ি লকডাউন করা হয়েছে।’