ইয়াবাসহ জবির কর্মচারী সমিতির প্রচার সম্পাদক গ্রেফতার

ইয়াবাসহ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক কর্মচারীকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। আটক ব্যক্তি আল-আমিন কন্ট্রোলার অফিসে কর্মরত বলে জানা গেছে। এছাড়া তিনি বিশ্ববিদ্যালয়ের সহায়ক কর্মচারী কল্যাণ সমিতির প্রচার সম্পাদক।

কোতোয়ালি থানার ওসি (তদন্ত) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘১৩ পিস ইয়াবাসহ আল-আমিনকে ধরা হয়। পরে সোমবার (৯ মার্চ) তাকে উপস্থাপন করা হলে আদালত তাকে কারাগারে পাঠান।’

থানা সূত্রে জানা যায়, রবিবার (৮ মার্চ) বিকাল সদরঘাটের ওয়াইজঘাট মোড়ে থেকে আল-আমিনকে গ্রেফতার করে কোতোয়ালি থানা পুলিশের উপ-পরিদর্শক পবিত্র সরকার ও খালিদ। এসময় তার কাছ থেকে ১৩ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

বিশ্ববিদ্যালয়ের সহায়ক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আব সাইদ বলেন, গঠনতন্ত্র অনুযায়ী সে আর পদে থাকতে পারে না। আমরা মঙ্গলবার (১০ মার্চ) ভিসি স্যারের সঙ্গে দেখা করে পরবর্তী সিদ্ধান্ত নেবো।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী ওয়াহিদুজ্জামান জানান, ‘তার বিরুদ্ধে পুলিশ আইন অনুযায়ী ব্যবস্থা নেবে এবং আমার কাছে কোনও অভিযোগ আসলে ব্যবস্থা নেবো।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *