ঝিনাইদহে নারীকে ফাঁসাতে গিয়ে দিনমজুরকে হত্যা, আসামি গ্রেপ্তার

ঝিনাইদহ: ঝিনাইদহ সদরের রামনগর গ্রামে দিনমজুর আসলাম হোসেন হত্যা মামলায় একমাত্র আসামি সোহেল রানাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (৬ ডিসেম্বর) দুপুরে সংবাদ সম্মেলন করে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন ঝিনাইদহ পুলিশ সুপার (এসপি) আজিম-উল-আহসান।

গ্রেপ্তার রানা একই জেলার শৈলকুপা উপজেলার ব্রাহীমপুর গ্রামের আব্দুর রশিদ মণ্ডলের ছেলে।

এসপি আজিম-উল-আহসান জানান, চলতি বছরের ১৮ নভেম্বর জেলা সদর উপজেলার রামনগর গ্রামের একটি কলা বাগানে দিনমজুর আসলামকে কুপিয়ে হত্যা করেন সোহেল রানা।

ঘটনাস্থল থেকে পুলিশ আলামত সংগ্রহ করে। পরে স্কেচ ফটোগ্রাফের মাধ্যমে তথ্যপ্রযুক্তি ব্যবহার করে রানাকে গত মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাতে মানিকগঞ্জ জেলার চান্দিরচর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পূর্ব শত্রুতার জের ধরে এক নারীকে ফাঁসাতেই এ হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন রানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *