যুক্তরাষ্ট্রে দুই পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের হাওয়াই অঙ্গরাজ্যের হনুলুলু শহরে দুই পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা করা হয়েছে। স্থানীয় সময় রবিবার সকালে ডায়মন্ড হেড এলাকায় ওই হামলা চালানো হয়। হনুলুলুর মেয়র ও রাজ্যের গভর্নর দুই পুলিশ কর্মকর্তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। ধারণা করা হচ্ছে ওই হামলাকারীও পরে মারা গেছেন।

গোলাগুলির ঘটনায় আরও এক পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন।

এক প্রত্যক্ষদর্শী হাওয়াই জানান, তিনি অন্তত ২০ টি গুলির শব্দ শুনেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, ওই হামলাকারীর নাম জেরি হ্যানেল (৬৯)। রবিবার সকালে বাড়ির মালিক এবং অপর এক নারীকে ছুরিকাঘাত করে সে। পরবর্তীতে ঘটনাস্থলে পুলিশ পৌঁছালে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এরপর বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এতে আশপাশের বেশ কিছু বাড়ি-ঘরেও আগুন ছড়িয়ে পড়ে। পুলিশের ধারণা ওই ঘটনার পর অগ্নিদগ্ধ হয়ে হামলাকারী নিজেও মারা গেছে।

হাওয়াইয়ের গভর্নর ডেভিট ইগ এক বিবৃতিতে বলেন, ‘দুই পুলিশ কর্মকর্তার মৃত্যুতে আমরা শোকাহত। তারা দু’জনে সকালে কর্মরত অবস্থায় মারা গেছেন।’ হনুলুলুর মেয়র কার্ক কাল্ডওয়েল ওই গোলাগুলির ঘটনাকে নজিরবিহীন বলে উল্লেখ করেছেন।

হনুলুলু পুলিশ জানিয়েছে, তদন্তের জন্য হিবিস্কাস ড্রাইভ অঞ্চল বন্ধ করে দেয়া হয়েছে। হাওয়াই নিউজ নাউ’র ভিডিওতে বেশ কয়েকটি বাড়িতে আগুন জ্বলতে দেখা গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *